ঢাকাSunday , 12 September 2021
আজকের সর্বশেষ সবখবর

সোমবার বাহুবলে আসছেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী : নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব।। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী সোমবার (১৩ই সেপ্টেম্বর) বাহুবলে নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি । তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় সূত্রে জানায় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাঁকে স্বাগত জানাবে।

ছবি : হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর ফাইল ছবি

ওই দিন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিকেল আড়াই টায় উপজেলা সভাকক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বাহুবলের ৭ ইউনিয়নে স্বাস্থ্য সেবার উপকরণ বিতরণ করবেন।
এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করবেন এবং সন্ধ্যা রাতে বাহুবল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন তিনি । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।