মোফাজ্জল ইসলাম সজীব।। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী সোমবার (১৩ই সেপ্টেম্বর) বাহুবলে নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি । তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় সূত্রে জানায় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাঁকে স্বাগত জানাবে।
ওই দিন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিকেল আড়াই টায় উপজেলা সভাকক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বাহুবলের ৭ ইউনিয়নে স্বাস্থ্য সেবার উপকরণ বিতরণ করবেন।
এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করবেন এবং সন্ধ্যা রাতে বাহুবল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন তিনি । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।