বাহুবলে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করাঙ্গী নদীর ব্রিজের নির্মাণ প্রক্রিয়া শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করাঙ্গী নদীর ব্রিজের নির্মাণ প্রক্রিয়া শুরু

অনলাইন এডিটর
August 14, 2020 10:20 pm
Link Copied!

ছবি: করাঙ্গী নদীর ব্রিজ।

 

নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের প্রাণ কেন্দ্র বাহুবল বাজারের পাশে করাঙ্গী নদীতে ব্রিজের নির্মাণের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর উদ্যোগ বাস্তবতা পাচ্ছে।

সহসাই ব্রিজের নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে। জানা যায়, জন চলাচল ও যানবাহন চলাচলের অনুপযোগী অর্ধ শতাব্দীর পুরনো জরাজীর্ণ বিপদজনক ওই ব্রিজটি গুরুত্ব সহকারে দ্রুত নির্মাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নজরে আনেন। জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগের নজরে আনেন।

ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক স্থানীয় সরকার বিভাগ কে ব্রিজটি নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।