বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো জীবাণু নাশক স্প্রে ট্যানেল উদ্বোধন করলো নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় বাহুবল সদরে এ স্প্রে ট্যানেল শুরু হয় । করোনা ভাইরাস প্রতিরোধে পথচারীদের জীবাণুমুক্ত করতে বাহুবলে প্রথম এই উদ্যোগ স্প্রে ট্যানেল নির্মাণ করা হয়েছে।
নিজ দায়িত্বে সবাই ট্যানেল ব্যবহার করুন, নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, প্রতিবেশী এবং দেশকে ও সুরক্ষিত রাখুন। এতে বলা হয় সচেতন থাকুন, ঘরে থাকুন সুস্থ থাকুন এসব নির্দেশনা সম্বলিত ট্যানেলের গায়ে একটি ব্যানার টা্ঙ্গিয়ে দেয় সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ট্যানেলটি স্থাপন করতে সহযোগিতা করে আনন্দ সুজ বাহুবল। পরিচালনায় নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন।