বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পালিয়ে বেড়াচ্ছে এক নিরিহ পরিবার।
প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করায় নিরিহ পরিবারটি এখন আতংকে দিন যাপন করছে।
মামলার বিবরনে জানা যায়, ওই গ্রামের মৃত আকবর আলীর পুত্র সাবেক ভাইস চেয়ারম্যান ফিরুজ মিয়া (৬০) ফয়সল মিয়া গংদের সাথে মৃত জাফর আলীর ছেলে গাড়ী চালক আলকাছ মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
এ নিয়ে হবিগঞ্জ আদালতে মামলাও রয়েছে। গত ১০ জুলাই ফিরুজ মিয়া গংরা আলকাছ মিয়াকে বাড়ীর পাশে মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন প্রথমে বাহুবল হাসপাতালে পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান।পরে গত ২২ জুলাই আলকাছ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফিরুজ মিয়াকে প্রধান আসামী করে মামলা করলে মামলাটি বাহবল থানায় এফআইআর ভুক্ত হয়।
আহত আলকাছ মিয়ার অভিযোগ, ফিরুজ মিয়া ও তার পরিবারের ভয়ে অনেক মানুষ নির্যাতিত হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস জানান, আসামীরা আত্মগোপনে রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিষয়ে অভিযুক্ত আসামী ফিরুজ মিয়ার মোবাইলে বার বার কল করার পরেও বন্ধ পাওয়া যায়।