বাহুবলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 March 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

Link Copied!

বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ বাহুবল নবীগঞ্জ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম ও ২য় কিস্তির “বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা” এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, বাহুবল উপজেলা এসিল্যান্ড মোঃ রুহুল আমিন প্রমুখ।