বাহুবলে কৃষি যন্ত্রপাতি বিতরণ-কৃষি মেলা উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 12 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে কৃষি যন্ত্রপাতি বিতরণ-কৃষি মেলা উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

Link Copied!

বাহুবলে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং কৃষি মেলা উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী। বুধবার( ১০ জুলাই) বাহুবল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ৭০% ভুতুর্কিতে কৃষকদের মধ্যে ৩৬,০০,০০০ লক্ষ টাকার কৃষি পণ্য বিতরণ করলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এর স্থানীয় সাংসদ এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

জানা যায় উক্ত উদ্ভোধনী মেলায় ৭০% ভুতুর্কিতে ফিতা পাইপ ৩৫ টি গ্রুপের মধ্যে ১,৫০০ ফুট করে মোট ৫২,৫০০ ফুট যার আনুমানিক মোট বাজার মূল্য ২৬,২৫,০০০ টাকা এবং ভূট্টা মাড়াই যন্ত্র ২০ টি যার আনুমানিক বাজার মূল্য ১০,০০,০০০ টাকা সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৩৬,২৫,০০০ টাকা। বাহুবল উপজেলা ইউএনও মনজুর আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রিতা, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। মেলা চলবে শুক্রবার (১২ জুলাই)  পর্যন্ত।