বাহুবলে কৃষি জমি থেকে মাটি পাচার : ৫ লাখ টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 11 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে কৃষি জমি থেকে মাটি পাচার : ৫ লাখ টাকা জরিমানা

Link Copied!

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।। বাহুবলে কৃষি জমি থেকে এক্সেবেটর দিয়ে মাটি পাচারের দায়ে এক্সেভেটর ও দুই ট্রাক্টর জব্দ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার রিছিল হিমেল উপজেলার সাতপাড়িয়া গ্রামের হাওরে অভিযান চালিয়ে এক্সেভেটর ট্রাক্টর আটক করেন।
বিকালে কৃষি জমি থেকে মটি পাচারের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক্টর চালক উপজেলার বরইউড়ি গ্রামের আব্দাল মিয়ার ছেলে মোজাহিদ মিয়া ও হরিতলা গ্রামের ঈমান আলীর ছেলে হান্নান মিয়াকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং এক্সেবেটর মালিক উপজেলার শংকরপু গ্রামের আআজগর আলীর ছেলে ওয়াছির মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
রিপোর্ট লেখাকালে জরিমানার টাকা আদায়ের প্রক্রিয়া চলছিল।