হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন অব্যাহত রয়েছে। এক্সেভেটর দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টর যোগে মাটি উত্তোলন করে ইটভাটায় নেয়া হচ্ছে। মাটি পাচারের কাজে ব্যবহৃত এসব ড্রাম ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে ধুলাবালি উড়ে অন্ধকার হয়ে পড়ছে এলাকার পরিবেশ। মহামারি করোনার মাঝেও বাহুবলে বন্ধ হচ্ছে না ইটভাটায় কৃষি জমির মাটি পাচার।
খোঁজ নিয়ে জানা গেছে, বাহুবল উপজেলা প্রশাসনের নাম ভাঁঙ্গিয়ে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের পশ্চিম ও উত্তর দিকের বন্দে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে।
মাটি পাচারকারীরা বলছে ইউএনওর অনুমতি নিয়ে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে লিখিত আবেদনের মাধ্যমে তারা মাটি নিচ্ছে। তবে এর সত্যতা জানতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারকে বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।