বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে চলছে। মোট আক্রান্তের সংখ্যা ৩৩ এ দাঁড়িয়েছে। নতুন করে ২৫ জুন আরো ৩ জন আক্রান্ত হয়েছেন।
বাহুবল সদর ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের ১ জন, ভাদেশ্বর ইউনিয়নের যশমঙ্গল গ্রামের ১ জন, সাতকাপন ইউনিয়নের হামিদ নগর এলাকার ১ জন।এ তথ্য নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। বাহুবল উপজেলায় ইতিপূর্বে ডাক্তার, নার্স, পুলিশ সহ ৩০ জন আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যে ১০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন।সরকারি ভাবে এ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এ এলাকায় সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ দিকে উপজেলা প্রশাসন ২৬ জুন থেকে ১৪ দিনের জন্য বাহুবল সদর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করে মাইক যোগে প্রচার অভিযান চালাচ্ছেন।