বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও এসিল্যান্ড খৃষ্টফার হিমেল রিছিল করোনার ভয়কে পেছনে ফেলে তারা উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজ করে বেড়াচ্ছেন।

তারা প্রতিদিনই ত্রাণ বিতরণ, উন্নয়ন কাজ তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করছেন।রোজ মঙ্গলবার ৯ জুন বিকেলে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিকেলে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় মিরপুর বাজারের একটি ওয়ার্কশপকে ১০০০ টাকা জরিমানা ও দুটি ফার্মেসীকে একই অপরাধে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডাদেশগুলো প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল। অপর দিকে লামাতাসি ও নন্দনপুর বাজারে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২জন ব্যবসায়ীকে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।