বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে অবস্থিত ওমেরা কোম্পানিতে শ্রমিকরা লাঞ্চের বদলে ইফতার চাওয়ায় শ্রমিকের উপর হামলা করেছে কোম্পানির ম্যানেজম্যামেন্ট লোকজন । এ ঘটনায় আহত ২ জন শ্রমিক ও কোম্পানির অ্যাডমিন ম্যানেজার নুরুন্নবী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।
রবিবার (২৬ এপ্রিল) সকালে ৪ শ্রমিকে চাকরিচ্যুত করায় আন্দোলনে নামে ফ্যাক্টরির পুরো শ্রমিকরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে তাদের প্রোডাকশনে নিয়ে যায় । জানা যায় , ওমেরা সিলিন্ডার কোম্পানি শ্রমিকদের দুপুরে লাঞ্চ প্রদান করত। শনিবার রমজান শুরু হওয়ায় তারা লাঞ্চের বদলে ইফতার দা
বী করে । কিন্তু কোম্পানির কৃর্তপক্ষ লাঞ্চ না করলে ইফতার দিবে না বলে শ্রমিকদের জানিয়ে দেয়। এসময় শ্রমিকের সাথে কোম্পানির লোকজন তর্কাতর্কি হয় । এক পর্যায়ে অ্যাডমিন ম্যানেজার নুরুন্নবী নেতৃত্বে একদল অফিসার কয়েক জন শ্রমিকের উপর হামলা চালায় । এ হামলায় শ্রমিক তোফাজ্জল, সৈয়দ আলী , শ্রাবণ, মুবিন, আহত হয় । গুরুত্বর আহতদের বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ।