বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে এমপি, ইউএনও ও পিআইও’র সামনে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাউল নেয়ার ফটোসেশন শেষ করে সেই চাউল কেড়ে নিলেন মিরপুর ইউনিয়ন সচিব নজরুল ইসলাম ও গ্রাম পুলিশ মুসলিম। এ নিয়ে মঙ্গলবার (২০ জুলাই) ইউএনও’র বরাবরে একটি দরখাস্ত করেছেন ভূক্তভোগী কৃষকলীগ নেতা হাজী আব্দুল কাদির।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের বাসিন্দা হাজী আব্দুল কাদির (৭৩) গত ১৫ জুলাই মিরপুর ইউনিয়ন অফিসে ১০ কেজি চাল বিতরন অনুষ্টানে হবিগঞ্জ ১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের উপস্থিতিতে তাকে চালের ব্যাগ প্রদান করা হয়।

ছবি : ভুক্তভোগী কৃষকলীগ নেতা হাজী আব্দুল কাদির
এসময় ছবি তুলার কাজ শেষ করে এমপি ইউএনও পিআইও গাড়িতে উঠে চলে যাওয়ার পরপরই ইউনিয়নের সচিব নজরুল ইসলাম ও গ্রাম পুলিশ মুসলিম তার কাছ থেকে চাউলের ব্যাগ জোড় করে কেড়ে নিয়ে যায়। এ সময় তিনি প্রতিবাদ করলে সচিব নজরুল ইসলাম তাকে বলে লিষ্টে তোমার নাম নেই। তাই তোমাকে দেয়া যাবে না।
আব্দুল কাদির এক ভিডিও বার্তায় বলেন, ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশ আমি বৃদ্ধকে এমপি সাহেব ও ইউএনও সাহেবের সামনে চাউলের ব্যাগ ধরিয়ে দিয়ে ছবি তুলে আবার চাউলের সেই ব্যাগ কেড়ে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে তারা আমাকে গালিগালাজ করে। আমি বৃদ্ধ মানুষের ছবি তুলে আমার কাছ থেকে আমার নেত্রীর দেয়া চাউল কি কারণে কেড়ে নিয়ে গেল আমার মানসম্মান মারল আমি এর বিচার চাই। ভূক্তভোগী হাজী আব্দুল কাদির মিরপুর ইউনিয়ন কৃষকলীগের ৯ নং ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।