সদর প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আরো ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলা মোট শনাক্তকৃত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। রোববার(৩১মে) রাতে ঢাকার ল্যাব সমূহে স্যাম্পুল পরীক্ষায় উল্লেখিত ৮ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ।

প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ৩১ মে রোজ রোববার নতুন করে আরো ৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মাঝে উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের একই পরিবারের ৪ জন, বাগদাইর গ্রামের ১ জন। সাতকাপন ইউনিয়নের তেলিকান্দি গ্রামের ১ জন। লামাতাশী ইউনিয়নের লামাতাশী গ্রামের ১ জন। ভাদেশ্বর ইউনিয়নের নিজগাও গ্রামের ১ জন রয়েছেন। এদের মধ্যে ৪ জন মহিলা ও ৬ বছর বয়ষ্ক এক শিশুও আছে। এ পর্যন্ত উপজেলায় মোট ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮ জন ।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাগদাইর গ্রামের ১ জন ছাড়া বাকীরা বাড়িতে আইসোলেশনে থাকবেন। ১ জনকে হবিগঞ্জে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হবে।