ইটের সঠিক পরিমাপ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাহুবলের মিরপুর এলাকায় ৪টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটের সঠিক পরিমাপ না থাকায় মিরপুরের মেসার্স রবিন ব্রিকস কে ৫০ হাজার, মেসার্স সাগর ব্রিকস কে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার, মেসার্স একতা ব্রিকস কে ২০ হাজারসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।