আবেদ আলী।। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ৭৩ টি পরিবারের মাঝে করোনাকালীন নগদ টাকা প্রদান করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজী। রবিবার (১১জুলাই) দুপুরে তিনি পরিদর্শন করে নগদ টাকা বিতরণ করেন ।

ছবি : আর্থিক অনুদান তুলে দিচ্ছেন এমপি মিলাদ গাজী
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত,মেম্বার দরবেশ আলী,উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ মিলাদ,সাংবাদিক সোয়াইল আহমেদ,হুমায়ুন রশিদ জাবেদ,দেওয়ান মিনহাজ,জাকারিয়া নয়ন প্রমুখ।
সংসদ সদস্য মিলাদ গাজী আশ্রয়ন প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করে বসবাসকারীদের শীঘ্রই বিদ্যুৎ ও পানির ব্যাবস্থা করে দিবেন বলে জানান।