বাহুবলে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

অনলাইন এডিটর
August 22, 2020 11:02 pm
Link Copied!

ছবি: আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহতরা।

 

জি.কে ইউসুফ : বাহুবলে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।

আহতদের মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউপির অন্তর্ভূক্ত শাহপুর গ্রামের বর্তমান মেম্বার হাবিব উল্যা গত বছর নিজ গ্রামে ১৮ শতক জায়গায় মসজিদ নির্মাণ করেন।

গতকাল ( ২১শে আগষ্ট ) শুক্রবার বাদ জুম্মা মসজিদ কমিটির একটি মিটিংয়েরর আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে মসজিদের দলিল সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদের দাতা হাবিব উল্যা মেম্বারের লোকজনের সাথে একই গ্রামের মিসির খাঁর লোকজনের বাক-বিতন্ডাতার একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ জন আহত হয় । আহতরা হলেন মোঃ হোসাইন খান (৩৩) পিতাঃ মিছির খান , মুজিব খান (৩০) পিতা মিছির খান, রুশন খান ( ৬০ ) পিতা মোহাম্মদ খান, এনামুল খান (২০) পিতা রুশন খান, ঈমান খান (২৮) পিতা গুলজার খান, রাশিদা খাতুন (৩৫) স্বামী মিছির খান, হাবিব উল্যা পিতা অজ্ঞাত ( ৮০), মিলন মিয়া (৩০) পিতা অজ্ঞাত সহ আরো অনেকে।

পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।