বাহুবলে আওয়ামী লীগ নেতার দোকান থেকে সরকারী চাল উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 28 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে আওয়ামী লীগ নেতার দোকান থেকে সরকারী চাল উদ্ধার

Link Copied!

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৬ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ সময় দোকানের মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া পালিয়ে গেলেও জুয়েল মিয়া (২৫) নামের এক দোকান কর্মচারীকে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে মিরপুর বাজারের আ’লীগ নেতা ফরিদ মিয়ার মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

 


জানা যায়, মিষ্টির দোকানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচী ( ওএমএস) এর চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এসময় দোকান থেকে সরকারী স্টিকার যুক্ত ৬ বস্তা চাল উদ্ধার করে দোকানের কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান , সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল উদ্ধার করে দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। তিনি অন্য একটি অভিযানে থাকায় আটক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।

উল্লেখ, সম্প্রতি মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত ত্রানের তালিকায় উক্ত আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়াসহ মিরপুর বাজারের বেশ কয়েকজন কোটিপতি ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত করে বিপুল পরিমাণ ত্রানের চাউল আত্মসাত করেন।
এ ব্যাপারে অনলাইন ও সোস্যাল মিডিয়ায় এ অভিযোগ প্রকাশ হলে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রশাসন।

দীর্ঘ তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ওই কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক নথি উত্থাপনের নির্দেশ দিয়েছেন।
এরই মধ্যে আবার আওয়ামী লীগ নেতার মিষ্টির দোকান থেকে ওএমএস এর ৬ বস্তা চাউল উদ্ধার করা হলো।