নাছির উদ্দীন জিহান, বাহুবল : মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অর্ধশত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আলোড়ন ইসলামি সংস্কৃতিক ফোরাম।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নিম্ন আয়ের মানুষের জীবন করোনা ও বন্যার কারণে দুর্বিষহ হয়ে ওঠছে। আয়-রোজগারের তেমন ব্যবস্থা না থাকায় তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। এমনই পরিস্থিতিতে ‘আলোড়ন ইসলামি সাংস্কৃতিক ফোরাম’ অর্ধশত অসহায়, নিশ্ব ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চাল,আলু,ছোলা,পেঁয়াজ, মুড়ি, তৈল ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল খালেক চলিতাতলি, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মুফতি নিজাম উদ্দিন আল আদনান সহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ হতদরিদ্র মানুষের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।