বাহুবলে আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন ট্রেডে বউ সাজের অনন্য প্রশিক্ষণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 December 2021

বাহুবলে আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন ট্রেডে বউ সাজের অনন্য প্রশিক্ষণ

অনলাইন এডিটর
December 7, 2021 9:08 pm
Link Copied!

ছবি : বিউটিফিকেশনে নববধু সাজে প্রশিক্ষণার্থীরা।

স্টাফ রিপোর্টার বাহুবল । হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইজিএ প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে অসহায় নারীদের দু মাস ব্যাপী বিউটিফিকেশন ট্রেড কোর্সে প্রশিক্ষণ চলছে। এ প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের বউ সাজ অনন্য দৃশ্য।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলের শিফটে ট্রেনিং সেন্টারে এ দৃশ্য অবলোকন করা হয়।
এ কোর্সে প্রশিক্ষক মৌসুমী সরকার জানান, এ কোর্সে ৩০ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ চলছে। আইজিএ প্রকল্পের আওতায় সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত এ প্রশিক্ষণ গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাহুবল সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়