ঢাকাFriday , 5 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে অসহায় মহিলাকে আর্থিক অনুদান দিল সমাজসেবা অধিদপ্তর

এম এ রাজা
July 5, 2024 12:17 pm
Link Copied!

অতি বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙ্গে গিয়ে এর ভিতরে চাপা পড়ে দুই বছরের শিশু কন্যাসহ মায়ের কোমরের হাড় ভেঙে গুরুতর আহত মহিলাকে জেলা প্রশাসক জিলুফা সুলতানার নির্দেশে আর্থিক অনুদানের চেক দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার ৪ জুলাই সকাল ১০টার সময় সদর হাসপাতালে গিয়ে ১০ হাজার টাকার চেক তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী।

এছাড়াও তিনি একটি চিঠি ইস্যু করে দেন ঢাকা সমাজসেবা অধিদপ্তরে ওই অফিস থেকে অসুস্থ মহিলাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চিঠিতে উল্লেখ করে দেন। সদর হাসপাতাল ও সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেওয়া হয়। অন্যদিকে ঘটনা জানার পর বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার মন্‌জুর আহ্‌সান ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

গত ৩ জুলাই সন্ধ্যার দিকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনলাইন ভার্সনে বাহুবলে মাটির ঘরে চাপা পড়ে ২ বছরের শিশুসহ মা আহত এই শিরোনামে একটি শীর্ষ সংবাদ প্রকাশিত হয়েছিল। এর প্রায় আধা ঘন্টার মধ্যে জেলা প্রশাসক প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি প্রতিবেদককে বলেছেন চিকিৎসা শুরু হোক এরপর তিনি সার্বিকভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। সংবাদটি পরবর্তীতে আমার হবিগঞ্জ প্রিন্ট ভার্সনেও প্রকাশিত হয়।

জানা যায়, গত (২ জুলাই) মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হরিতলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী রিনা আক্তার ও তার শিশুকন্যা খাদিজা অতিবৃষ্টির সময় তাদের মাটির ঘরে অবস্থান করছিলেন। এসময় হঠাৎই কোন কিছু বুঝে ওঠার আগে মাটির ঘরটি ভেঙ্গে তাদের উপরে পড়ে যায়।

নিজের সন্তানকে বাঁচাতে বুকের সাথে আগলে ধরে ঘরের নিচে পড়ে থাকেন ওই মহিলা। বৃষ্টি কিছুটা কমার পর স্থানীয়রা বুঝতে পেরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশু বাচ্চাটি গুরুতর আহত না হলেও মহিলার কোমরের হাড় ভেঙে যায়।

৪ জুলাই দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওই মহিলাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।