বাহুবলে অবৈধ বালু মহালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু ও একটি এক্সেভেটার জব্দ করা হয়েছে।
সোমবার (২২আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে কৃষি অকৃষি জমি থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি সংঘবদ্ধ চক্র।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা।
এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন১০হাজার ঘনফুট বালু ও একটি এক্সেভেটার জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে জব্দকৃত এক্সেভের, বালু ও মেশিনগুলো স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল থানা পুলিশ।