বাহুবলে অবৈধ খননে ঝুঁকিতে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক খুঁটি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 June 2024

বাহুবলে অবৈধ খননে ঝুঁকিতে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক খুঁটি

এম এ রাজা
June 13, 2024 10:47 am
Link Copied!

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামের কৃষিজমির উপর শূন্যে ঝুলে পল্লী বিদ্যুৎতের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদুৎতের দুইটি খুটি। গোড়ায় বাঁশ ও সিমেন্ট দিয়ে আটকানোর চেষ্টা করলেও ঝুঁকিতে আছেন দুই গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। চলতি বর্ষা মৌসুমের ঝড় ও অতি বৃষ্টিতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

এ ছাড়াও স্থানীয় কৃষি জমিতে খুটির তারের নিচ দিয়ে প্রতিদিন চলাচল করেন কৃষকেরা। জমিতে সেচ, ফিসারিতে মাছ চাষ, আগাছা পরিষ্কার ইত্যাদি কাজে এই রাস্তা দিয়েই যাতায়াত করে ওই এলাকার কৃষকরা। গত ১০ বছর ধরে মুদাহরপুর এলাকায় মলাই মিয়ার জমিতে এভাবেই পড়ে আছে দুইটি খুঁটি।

স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মতিন জানান, প্রায় ১৭ বছর আগে স্থাপন করা হয়েছে পল্লী বিদ্যুতের লাইন। পরে জমিতে ফিসারি বানিয়ে মাছ চাষ করছেন জমির মালিক মলাই মিয়া। পানিতে থাকায় গোড়ায় পচন ধরে শূন্যে ঝুলে আছে খুঁটিগুলো। চলতি বর্ষা মৌসুমে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, উপজেলার উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট ও মুদাহরপুর গ্রামের কয়েক হাজার বাড়িতে একই লাইনের আওতায় বিদ্যুৎ সংযোগ আছে। দূর্ঘটনা ঘটলে জানমালের ক্ষতিসহ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে পরিবারগুলো। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার।

বাহুবল উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম শহীদুল্লাহ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে যা যা করা লাগবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সব করবে। এর পাশাপাশি বিদুৎতের খুঁটির কাছে ফিসাসি করা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়