বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 28 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

Link Copied!

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহ সোয়েব আলী নামের এক বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ অর্থদন্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামে চড়ার পাড়ে ওই এলাকার বালু ব্যবসায়ী শাহ সোয়েব আলীর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী শাহ সোয়েব আলীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসময় মাস্ক ও গ্লাভস সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিধান না করে কাজ করায় আরো দুই জনকে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।