তারেক হাবিব : বাহুবলে অপহরণের ১ মাস পর তামান্না আক্তার (১৪) নামে কিশোরীকে উদ্ধার করেছে বাহুবল থানা পুলিশ। বুধবার (২৫মার্চ) সকাল ১০ টায় উপজেলার শংকরপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সে বাহুবল উপজেলার কাশিপুর গ্রামের সফিক মিয়ার কন্যা।

জানা যায়, কিশোরী তামান্নাকে শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র মোশাহিদ মিয়া নামে এক যুবক দীর্ঘ দিন ধরে প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্যক্ত করে আসছিল। এতে তামান্নার পরিবার বখাটে মোশাহিদের অভিভাবকদের কাছে নালিশ করলেও আরও ক্ষিপ্ত হয়ে উঠে সে। এক পর্যায়ে পরিকল্পীত কৌশলে তামান্নাকে অপহরণ করে নিয়ে যায়। পরে গত ২২ ফেব্রুয়ারি তামান্নার পিতা সফিক মিয়ার বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রæনালে মামলা দায়ের করলে আদালতে আদেশে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে বাহুবল থানা পুলিশ।
বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, আদালতে আদেশে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।