আবেদ আলী : আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ অডিটোরিয়ামে (১৭ জুলাই) বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
বাহুবল কমিউনিটি পুলিশেংয়ের সভাপতি মোঃ আসকার আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ওসি তদন্ত আলমগীর কবির, লামাতাসী ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউর রহমান চৌধুরী সাহেদ, চারগ্রাম নেতা জাহিদুল হক জিতু, ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোতাব্বির হোসেন, পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, এম শামছুদ্দিন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, মোঃ নুরুল আমিন শাহজাহান, মোঃ আব্দাল মিয়া, সাংবাদিক দিদার এলাহী সাজু, মোঃ শামীম মেম্বার, মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাহুবলের আইন-শৃঙ্খলা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল রয়েছে। মদ, জুয়া, মাদক, দাঙ্গা নেই বললেই চলে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বাহুবল মডেল থানার সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরীর সহযোগিতায় বাহুবলের আইন-শৃঙ্খলা ভাল রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, হবিগঞ্জ এক সময় দাঙ্গা হাঙ্গামার জেলা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সে অপবাদ নেই। এখানে শিল্প কারখানা ঘরে উঠেছে, পর্যটন এরিয়া হিসেবে বাহুবল সুনাম অর্জন করেছে। অর্থনৈতিক অবস্থা এখন হবিগঞ্জের ভাল। আমরা সিলেট বিভাগের মধ্যে এক নম্বর জেলা হতে চাই। সেজন্য সকলের সহযোগিতা দরকার।