হবিগঞ্জ জেলার বাহুবলে ধুলাবালিতে সংকটাপন্ন পরিবেশ। মহাসড়ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ও গ্রামের পাড়া মহল্লার অলিগলি সব রাস্তাতেই অতিরিক্ত ধুলাবালি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পুরো উপজেলায় ধুলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এর প্রভাবে জনগণ অতিষ্ট। মাটির ট্রাক ও ইট বালু নেওয়ার সময় ধুলা বেশি ছড়াচ্ছে।
যানবাহনের গতিতে বাতাসে মিশছে এসব ধুলা। এছাড়া বিক্সস ফিল্ডের ইট ও কাট পুরার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে।
এছাড়া অবকাঠামো তৈরির সময় নির্মাণসামগ্রী রাস্তার উপর বা রাস্তার পাশে খোলা জায়গায় রাখা হচ্ছে যা থেকে ধুলার সৃষ্টি হচ্ছে অধিকাংশ এলাকায়।
অন্যদিকে ভাঙাচোরা রাস্তা দীর্ঘদিন মেরামত করা হচ্ছেনা। এসব ভাঙাচোরা রাস্তায় প্রচুর ধুলা উৎপন্ন হচ্ছে।
বাতাস বা যানবাহনের গতিতে এসব ধুলা সবসময় বাতাসকে দূষিত করে রাখছে।
ঘর থেকে বের হলেই পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। অনেক সময় ধুলার কারণে কিছু দেখা যায় না।
এ বিষয়ে বাহুবল বাজারের স্থানীয় ব্যবসায়ী কামরুল উদ্দিন ইমন বলেন, ধুলাবালির কারণে ঠিকমত ব্যবসা করতে পারছি না।
দোকানের মাল ধুলায় নোংরা হয়ে যাচ্ছে। জামাকাপড় নষ্ট হচ্ছে ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি।
উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে অবাধে কাটা হচ্ছে মাটি। আর এই মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।
অতিরিক্ত মাটি পরিবহন ও ওভারলোড ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে নষ্ট হচ্ছে রাস্তা।
এছাড়া ধুলা-বালিতে ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাহুবল উপজেলার মিরপুর, নতুন বাজার দৌলতপুর চার গাও,ইসলাম পুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গ্রামের ছোট সড়কগুলো দিয়ে চলছে মাটিভর্তি ওভারলোড ড্রাম ট্রাক।
ফসলি জমি থেকে ভেকুর মাধ্যমে মাটি কেটে নেয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
ড্রাম ট্রাকগুলো চলার কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।
রাস্তার পাশে ফসলি জমিগুলোর উপর পড়ে রয়েছে ধুলা-বালির মোটা আবরণ।