তারেক হাবিব ॥ বাহুবল উপজেলার মুচাই এলাকায় স্বামীর হাতে শিল্পী আক্তার (২৫) নামে ২ সন্তানের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া এলাকায় লেবু বাগানে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার চুনারুঘাট উপজেলার হাকাজুড়া গ্রামের আব্দুস ছালামের কন্যা।
জানা যায়, গত ৭ বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সিদ্দিক আলীর পুত্র সেলিম মিয়া (৪৫) এর সাথে শিল্পী আক্তারের বিয়ে হলে তাদের সংসারে পরপর ২ টি সন্তান জন্ম নেয়। জীবিকার তাগিদে সেলিম মিয়া বাহুবল উপজেলার মুচাই এলাকায় একটি লেবু বাগানে পাহারাদার হিসেবে কাজ করে আসছিল। ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম রাগান্বিত হয়ে শিল্পী আক্তারকে প্রচন্ড মারপিট করে ঘরে আটকে রাখে। এতে শিল্পী আক্তার বিনা চিকিৎসায় রাতেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে নিহতের পরিবার বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।