তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের উড়িয়া টিলায় মনু বাউড়ি (৪৫) নামে এ চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মনু বাউড়ির পরিবার সূত্রে জানা গেছে, সে দিনের বিভিন্ন সময় নেশাগ্রস্থ থাকতো।
নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সাথে প্রায়ই ঝগড়া-ঝামেলা করত। ৪ মার্চ শনিবার সকালে নিজ ঘরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাহুবল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিক ভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে ঘটনাটির প্রকৃত কারণ জানা যাবে।