স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দ্বিগাম্বর বাজারের পাশে দখল হওয়া যে শ্মশান ভূমিটি প্রায় আড়াই বছর আগে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ উদ্ধার করে দিয়েছিলেন সেই ভূমির ওপর আবারও ‘শকুনের’ নজর পড়েছে। ভূমিদস্যু মুহিব মিয়ার।
শ্মশানের ওই মাটি দখল নেয়ার জন্য বেশ কয়েকটি মিথ্য মামলা, হিন্দুদের ওপর হামলা এবং শ্মশানে প্রতিষ্ঠিত কালী মূর্ত্তি ভেঙ্গে দিয়েছে। মুহিব মিয়াসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা থাকলেও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় আপাতত পুলিশ তাদের বিরুদ্ধে এ্যাকশনে যেতে পারছে না।
সংশ্লিষ্টরা বলেছেন, ২০১৮ সালের ১৬ আগস্ট শ্মশান ভূমি উদ্ধার করে স্থানীয় হিন্দু জনসাধারণের কাছে বুঝিয়ে দেয়ার পাশাপাশি জমির কাগজপত্রও ভূমি অফিসের মাধ্যমে ঠিকঠাক করে দিয়েছিলেন সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। একইসঙ্গে তখন জেলা প্রশাসনের ফান্ড থেকে ৫০ হাজার টাকাও বরাদ্দ দিয়েছিলেন তিনি।
এরপর ওখানে শ্মশান কালী বাড়ি নামে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়ে স্বাভাবিক কাজ কর্ম চলছিল। কিন্তু গত ৯ অক্টোবর ভূমিখেকো মুহিব মিয়া অতর্কিত হামলা চালিয়ে কালীমূর্ত্তি ভেঙ্গে ফেলে। এরপরে মূর্ত্তিকে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া দিগাম্বর ছড়ায় ফেলে দেয়। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলে মুহিব মিয়াসহ তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় মফিজ উল্ল্যাহ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতেই মুহিবসহ সহযোগীদের আসামী করে বাহুবল মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করে শ্মশান কমিটি। এই মামলায় মুহিব মিয়া উচ্চ আদালত থেকে ছয় মাসের আগাম জামিন নিয়ে আসে।
এরপরে হবিগঞ্জের দুই আদালতে মুহিব মিয়া মন্দির কমিটির সদস্যদের ওপর মিথ্য মামলা করে। এরমধ্যে একটিতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিবাদী করে মুহিব মিয়া। পাশাপাশি ওই জমিতে ১৪৪ ধারা জারি করার জন্য এডিএম কোর্টে আরেকটি মামলা করে। কিন্তু কোনো মামলায়ই এখন পর্যন্ত সফল হতে পারেনি।
জানতে চাইলে পুটিজুড়ি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার পাল বলেন, ওই শ্মশান ভূমিটি ছিল পুটিজুড়ি বাবুর বাড়ির। তারা এখান থেকে চলে যাওয়ার আগে ভূমিটি শ্মশান হিসেবে ব্যবহারের জন্য স্থানীয় হিন্দু জনসাধারণের কাছে দিয়ে যান। ১৯৫৬ সালের এস এ রেকর্ডেও তা উল্লেখ আছে। দীর্ঘদিন ধরেই এভাবে চলে আসছিল। কিন্তু ১৯৯৬ থেকে ২০০১ সালের আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেরের আমলে ঢাকা-সিলেট রাস্তাটি দিগাম্বর বাজারের ওপর দিয়ে নির্মিত হয়। ওই রাস্তা নির্মাণের সময় শ্মশানের কিছু জমি সরকার অধিগ্রহন করেছিল। অধিগ্রহন করার আগে ওই ভূমির এক কোনে বস্তা বিছিয়ে বসে গরীব মুহিব মিয়া পান-সিগারেট বিক্রি করতেন। অধিগ্রহন হওয়ার পর কিভাবে যেন জাল কাগজপত্র তৈরি করে জেলা প্রশাসকের অফিস থেকে ক্ষতিপূরণ তুলে আনে। তারওপরে ক্ষতিপূরণ পাওয়ার কাগজ দিয়ে শ্মশানভূমি তার নিজের বলে দাবি করা শুরু করে। এরইমধ্যে নতুন জরিপ এসেছে।
ওই সময় মুহিব মিয়া তার ভূমি বলে জানায়। সেই থেকে এই ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল। বাহুবলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সাহেব এই ভূমি নিয়ে একাধিকবার সালিশ বিচার সভা করেন এবং ওই সভায় ভূমিটি শ্মশানের নামে রেকর্ডে উল্লেখ আছে বলে জানান। তবুও মুহিব মিয়াকে থামানো যায়নি।
এরপরে সাবেক জেলা প্রশাসক মহামুদুল কবীর মুরাদ কাছে আমরা পুরো বিষয়টি জানালে তিনি ২০১৮ সালের ১৬ অক্টোবর শ্মশানভূমি উদ্ধার করে আমাদের শ্মশান কমিটির কাছে বুঝিয়ে দেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাহুবল উপজেলা শাখার সভাপতি নীহার দেব বলেন, আগের ডিসি সাহেব শ্মশান ভূমি বুঝিয়ে দেয়ার পর আমাদের সব ভালোভাবেই চলছিল। কিন্তু জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বদলি হয়ে চলে যাওয়ার পর ভূমিখেকো মুহিব মিয়া মনে করেছে, ডিসি সাহেব যেহেতু নেই সেহেতু আমি আবার জমিটি দখল করে নেব। সেই অনুয়ায়ী গত সেপ্টেম্বরে বাহুবলের উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের মাধ্যমে শ্মশান কমিটির সদস্যদের নিয়ে বিচার সভা বসায় মুহিব মিয়া। কিন্তু শ্মশান কমিটি জানায়, ডিসি সাহেব ভূমি বুঝিয়ে দিয়েছেন এখন আর বিচার সভা কিসের? এরপর থেকেই মুহিব মিয়া ষড়যন্ত্র করতে থাকে। মূলত উপজেলা চেয়ারম্যানের ইন্ধনেই মুহিব মিয়া সেদিন শ্মশান ভূমিতে ঢুকে কালী মূর্ত্তি ভেঙ্গে দেয় এবং কয়েকটি মিথ্যা মামলা করে।
সংশ্লিষ্টরা বলেছেন, এমন হামলা-মামলা ও ভাংচুরের পরও মন্দির কমিটি বসে নেই। হবিগঞ্জ জেলা তাতীঁ লীগের সভাপতি মো. মুদ্দত আলীকে সঙ্গে নিয়ে শ্মশান কমিটি সেখানে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়। সেই ভবন নির্মাণ যাতে না হয় সেজন্য নানা কৌশল করতে থাকে মুহিব মিয়া। অনুসন্ধানে দেখা গেছে, শ্মশান ভূমির পাশে যে জমি রয়েছে সেটি সরকারি সম্পত্তি। কিন্তু মুহিব মিয়া সেই সম্পত্তিকেও নিজের বলে দাবি করে। সেই দাবি আদায়ের জন্য এডিএম কোর্টে মামলা করে। কোর্ট ওই ভূমি জরিপ করে রিপোর্ট দেয়ার জন্য বাহুবলের এসিল্যান্ডকে নির্দেশ দেয়। একইসঙ্গে এই ভবন নির্মাণ আটকাতে ওই ভূমিখেকো বলে, এখানে রাস্তা ছিল, এখানে এই ছিল, ওই ছিল। কাজেই কোনো ভবন নির্মাণ করা যাবে না এবং এখানে ভবন নির্মাণ করতে আসলে একাধিক লাশ পড়বে। তবুও ভবনের ছাদ ঢালাই হয়েছে।
প্রশাসনের কড়া ভূমিকার কারণে ভূমিখেকো মুহিব মিয়া পালিয়ে গিয়েছিল। বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, শ্মশানভূমিটি দখলের বিষয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন আমার কাছে আসলে আমি উভয় পক্ষকে নোটিশ করি। পরে জানতে পারলাম এই জায়গা নিয়ে উভয়পক্ষের মালিকানা বিরোধ আছে।
এ বিষয় নিয়ে আমি আর সামনে আগাই নি। বর্তমান অবস্থা কি তা জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক শ্মশান কমিটির একজন সদস্য জানান, সাবেক জেলা প্রশাসক তহশিলদারের মাধ্যমে জমিকে ঠিকঠাকভাবে জরিপ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
এখন আবার প্রশাসন কি করতে চায়? তারা কি তাদের সিনিয়র অফিসারকে অসম্মান করতে চায়? তার মতে, মুহিব মিয়া ঘুষ দিয়ে প্রশাসনের কোনো কর্মকর্তাকে ব্যবহার করে হিন্দুদের নির্যাতন করছে এবং মন্দিরের ভূমি দখলে নেয়ার চেষ্টা করছে।