প্রেস বিজ্ঞপ্তি : স্বাস্থ্য খাতে অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ কর। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কর, বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা দিতে হবে। রাষ্ট্রায়ত্ব পাটকল সমূহ বন্ধের চক্রান্ত ও শ্রমিক ছাটাই বন্ধ কর।
বছরে যতবার খুশি গ্যাস ও বিদ্যুৎ বিল বৃদ্ধির জন্য সংসদের উত্থাপিত বিল প্রত্যাহার কর। উল্লেখিত দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বামজোট সকাল ১১টায় স্থানীয় টাউন হলের সামনে অবস্থান কর্মসূচী পালিত হয়। কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর(৩য় পাতায় দেখুন) সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা বাসদ নেতা এডভোকেট জুনায়েদ আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এড. রনধীর দাশ, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, এড. জিলু মিয়া প্রমুখ। কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন- জেলা উদীচী সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও জয়দীপ সাহা, কৃষকনেতা সামছু মিয়া, সিপিবি নেতা আহাদ মিয়া, বিষ্ণু সরকার, কাজল মিয়া।
সভায় বক্তাগণ বলেন- একদিকে করোনা মহামারীতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে, অন্যদিকে সরকার করোনা টেস্টে ২০০ এবং ৫০০ টাকা ফিস নির্ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জটিল করে তুলেছে। চিকিৎসা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলেছে।
চিকিৎসা সামগ্রী নিয়ে শত শত কোটি টাকা লুটপাট হচ্ছে। অথচ সরকার দর্শকের ভ‚মিকা পালন করছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। পক্ষান্তরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে শ্রমিক ছাটাই চলছে। এমনকি সরকারী পাটকল শ্রমিকদেরকে ছাটাইয়ের মাধ্যমে তাদের জীবনকে আরো দুর্বিষহ করার পায়তারা চালাচ্ছে। তাই দেশের শ্রমজীবী, মেহনতি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একমাত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তিই দূর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা দুর করতে পারে। তাই দেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
আ হ/প