বামৈ বড়বাজারে স্বর্ণ কিনতে গিয়ে জাল নোটসহ এক প্রতারক আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বামৈ বড়বাজারে স্বর্ণ কিনতে গিয়ে জাল নোটসহ এক প্রতারক আটক

অনলাইন এডিটর
August 18, 2020 11:34 pm
Link Copied!

ছবি: স্বর্ণ কিনতে গিয়ে জাল নোটসহ প্রতারক আটক।

 

মনর উদ্দিন মনির, লাখাই : লখাইয়ে স্বর্ণ কিনতে গিয়ে লিটন (৩২) নামে এক জালনোট প্রতারককে আটক করেছে লাখাই থানার পুলিশ।

মঙ্গলবার (১৮’ই আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় বামৈ বড় বাজার ইতি স্বর্ন শিল্পালয়ে এ ঘটনাটি ঘটে।

ইতি শিল্পালয়ের মালিক মানিক লাল বনিক এ প্রতিনিধি কে জানান, আমার দোকানে এসে ঐ ব্যাক্তি ১ টি স্বর্নের চেইন ও ১ টি রোপ্যর চেইন ক্রয় করেন, ইহার দাম আসল ১৯ হাজার ৫০০। পরে তিনি আমাকে ১৮ টি ১হাজার টাকা কাগজী নোট ও ৩ টি ৫০০ টাকার নোট দিলে এক হাজার নোট গুলি দেখে আমার সন্দেহ হয় তার পর আমি আমার পার্শ্ববর্তী ২/৩ টি দোকানদার কে দেখাইলে তারা সহ সবাই এসে তাকে আটক করে পুলিশের কাছে সর্পদ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার তদন্ত অফিসার অজয় দেব বলেন, প্রতারক কে আটক করা হয়েছে, সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রযেছে।