বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচঙ্গে নজরপুর দাখিল মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে নির্মিত কুমড়ী নজরপুর দাখিল মাদ্রাসার চার তলা ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার স্হানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।