বানিয়াচঙ্গে ২১'আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ২১’আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

অনলাইন এডিটর
August 22, 2020 4:40 am
Link Copied!

ছবি: ২১’আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাত সরকারের প্রত্যক্ষ মদদে ২১’আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকায় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১নং ইউ/পি হল রুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন-সম্পাদক ইকবাল হোসেন খাঁনের পরিচালনায় এই সভা অনুষ্টিত হয়।

এসময় বানিয়াচং উপজেলা আওয়ামালীগের সভাপতি আমীর হোসেন মাস্টার বলেন, আজ ভয়াল বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় অধ্যায়।বাংলাদেশ আওয়ামীলীগ’কে নিশ্চিহ্ন করতে’ই বিএনপি সরকারের মদদে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।আমি সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেদিন মহান আল্লাহ পাক সহায় থাকায় বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেডে নিহত হন মহিলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী। আহত হন আরও প্রায় ৪০০ নেতা-কর্মী যাদের বেশির ভাগই পঙ্গুত্ব বরণ করেন।

এসময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে ও আহতদের সুস্থতা কামনা এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক-শাহজাহান মিয়া, যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানঁ মামুন, সাধারন-সম্পাদক সাইম হাসান পুলক সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক-লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।