বানিয়াচঙ্গে ২০২১ শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 22 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ২০২১ শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন

অনলাইন এডিটর
December 22, 2020 4:14 pm
Link Copied!

ছবি: বানিয়াচঙ্গে ২০২১ শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন ।

 

তাপস হোম : বানিয়াচঙ্গে প্রাথমিক স্তরের ২০২১ শিক্ষাবর্ষের বিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্ব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাথমিক স্তরের ২০২১ শিক্ষাবর্ষের বিনামুল্যে বিদ্যালয় পর্যায়ে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি।

এসময় তিনি প্রাথমিক পর্যায়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বই হলো মানুষের পরম বন্ধু।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে জাতি গড়ার কারিগর শিক্ষকদের আহবান জানান। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন প্রধান অতিথির কাছ হতে বিনামূল্যে বই গ্রহন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন,ইউপি চেয়ারম্যান শামসুল হক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীম উদ্দিন, প্রধান শিক্ষক তাজউদ্দীন ও আবু ইউসুফ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্হানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-ছাত্র ও অভিভাবকবৃন্দ।