বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রেখে পলায়ন করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে কেবা কাহারা এই লাশ ফেলে চলে যায়। নিহত ব্যক্তির নাম আবিদ মিয়া (২৭)। সে উপজেলা সদরের ৪ নং যাত্রাপাশা গ্রামের মোঃ মকবুল হুসেনের ছেলে। পেশায় সে একজন ট্রাক্টর চালক। ব্যক্তিজীবনে আবিদ মিয়া দুই সন্তানের জনক।
নিহতের ভাই আজাদ মিয়া ও এলাকসবাসী সুত্রে জানা যায়, রবিবার সকালে একই ইউনিয়নের তারাশই গ্রামের মোঃ মতলিব মিয়ার বাড়ীতে যান নিহত আবিদ মিয়া। পরবর্তীতে, অসুস্থ অবস্থায় আবিদ মিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসেন মতলিব মিয়া ও তার লোকজন। পথিমধ্যে আবিদ মিয়া মারা যাওয়ায় লাশ হাসপাতালে ফেলে রেখেই মতলিব মিয়া ও তার লোকজন পালিয়ে যায়। এব্যাপারে এলাকায় রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্টের আগে কিছু বলা যাচ্ছেনা।