বানিয়াচং প্রতিনিধি : কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন। কিন্তু বানিয়াচংয়ের হাট বাজারগুলোতে নেই ক্রেতাদের সমাগম। পানের টং দোকান থেকে শুরু করে মুদি দোকান, কসমেটিক এর দোকান কোথাও নেই কোন ক্রেতাদের ভিড়। কাপড়ের দোকান গুলোতে একেবারে ক্রেতা নেই বললেই চলে। বড় বাজার কাপড়ে দোকানের ব্যবসায়ী ঢাকা ক্লথ ষ্টোর, রুজি ষ্টোর ক্লথ, লাকি ছিটঘরের মালিকদের সাথে কথা বললে তারা দৈনিক “আমার হবিগঞ্জ”কে জানান, এমন সংকট ব্যবসায়ীদের কোনদিন আসেনি। শাহজালাল মার্কেটের কাপড়ের ব্যবসায়ীরা জানান, করোনা মহামারীর জন্য ব্যবসায়ীদের খুব খারাপ সময় যাচ্ছে।
তার পরও কোরবানির ঈদকে সামনে রেখে আসায় বুক বেঁধে ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সেই আশাও গুড়েবালি হয়ে গেল। দোকান কর্মচারিরা গেইমস, ফেসবুক আর ইউটিউব দেখে অলস সময় কাটাচ্ছেন।
এই বিষয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন ও সংবাদকর্মী মোহাম্মদ হাসান এর কাছে ব্যবসায়ীদের এমন সংকটের কারণ জানতে চাইলে তারা বলেন একদিকে করোনা অন্য দিকে বন্যা। এই দুই কারণে ব্যবসায় এমন সংকট বলে মনে করেন তারা।