বানিয়াচং প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারীতে অসহায় হয়ে পড়েছেন বানিয়াচঙ্গের বাউল শিল্পীগোষ্ঠীর। দীর্ঘদিন ধরে কোথাও কোন গানের আসর না থাকায় তাদের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এতে করে চরম দুর্দশায় জীবন যাপন করছিলেন তারা।
১৩ জুলাই, বানিয়াচং উপজেলা মাঠ প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাউল শিল্পীগোষ্ঠীর মাঝে উপহার তুলে দেন সংসদের বেসরকারি সদস্যদের বিল ও প্রস্তাবিত কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন মহোদয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল।
ত্রাণ বিতরণকালে আব্দুল মজিদ খাঁন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তাছাড়াও তিনি, এই মহামারীর সময়ে সবাইকে সচেতন থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান-ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপক মলয় দাস সহ স্থানীয় আরও নেতৃবৃন্দ।