শেখ সজীব হাসান, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থবছরে বানিয়াচং উপজেলার বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায়,বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার নির্দেশ দিয়েছেন। ধারাবাহিকভাবে বানিয়াচং উপজেলার সকল অসহায় হত-দরিদ্রদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।এছাড়াও শিশুদের জন্য সুইটার বিতরণ করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি,পি আই মলয় দাস, ২’নং ইউ/পি চেয়ারম্যান ওয়ারিস খান, ৩’নং ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪’নং ইউ/পি চেয়ারম্যান রেখাছ মিয়া প্রমুখ।