বানিয়াচং প্রতিনিধি : নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহŸানে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতী পালন করেছেন বানিয়াচং উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও পরিদর্শকরা।
গত বৃহস্পতিবার থেকে বানিয়াচং উপজেলা কমপ্লেক্সের সামনে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মবিরতী পালন করছে তারা।
উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন বানিয়াচং শাখার সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে ও বানিয়াচং হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমল কান্ত দাশের পরিচালনায় এ কর্ম বিরতি অনুষ্ঠিত হয়। কর্ম বিরতি চলাকালে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা বলেন, নিয়োগ বিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নিত করতে হবে।
আমাদের এই তৃণমুল স্বাস্থ্য সহাকারীদের কাজে অর্জনে আজ বাংলাদেশ টিকাদানে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭টি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এই সম্মাননা অর্জনের একমাত্র কারিগর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। তাই আমাদের এই দাবিটি ন্যায়সঙ্গত।
তারা আরো বলেন, এই কর্ম বিরতির ফলে সারা দেশে ১ লক্ষ ২৯ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতি দিন ২০ হাজার কেন্দ্র থেকে মা ও শিশু টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকেও বিরত থাকব আমরা। দাবি পুরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্ম বিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা। কর্মবিরতিতে উপজেলা সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।