হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচঙ্গে স্বামীর লাথিতে মৃত্যু ঘটে অভাগী স্ত্রীর। মৃত স্ত্রী মোছাঃ ডলি আক্তার (২৫) এর লাশ শুক্রবার (০৭ আগষ্ট) বানিয়াচং উপজেলার ধুলিয়াঘটুয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির মিয়াকে আটক করেছে পুলিশ। মৃত ডলি আক্তার বানিয়াচং উপজেলার ধুলিয়াঘটুয়া গ্রামের ছবিল মিয়ার মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী জহির মিয়া মথুরাপুর গ্রামের কনুই মিয়ার ছেলে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান কয়েক বছর আগে ডলি আক্তার এর সাথে জহির মিয়ার বিবাহ হয়। তাদের একজন পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয়াদি নিয়ে কলহ চলছিল। এরই সূত্র ধরে স্বামী জহির মিয়া স্ত্রীকে লাথি সহ অনেক নির্যাতন করেন। এক পর্যায়ে মৃত্যুবরন করেন অভাগী স্ত্রী ডলি আক্তার। ওসি আরো জানান মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।