শেখ সজীব হাসান,বানিয়াচংঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হযেছে।
বুধবার (২৯ জুলাই) বুধবার বানিয়াচং উপজেলার ১০’নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মজিদ খান।

ছবি : সংগঠনের পক্ষে ত্রাণ তোলে দিচ্ছেন আব্দুল মজিদ খান এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ
এ সময় আব্দুল মজিদ খাঁন এমপি বলেন, স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের এমন মানবিক কাজের জন্য আমি সংগঠনের সবাইকে অভিনন্দন জানাই। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায়দের পাশে দাড়িয়েছেন যা নিঃসন্দেহে প্রসংশণীয় কাজ। এই সংগঠন যেন পরবর্তীতেও মানবিক কাজের সাথে জড়িত থাকে আমি তাদের কাছে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বিশিষ্ট মুরব্বী মঈনুল ইসলাম এখলাছ সহ স্থানীয় মুরব্বিয়ান ও সংগঠনের নেতৃবৃন্দ।