বানিয়াচঙ্গে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ ও ইঁদুর নিধন কর্মসূচীর উদ্ধোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ ও ইঁদুর নিধন কর্মসূচীর উদ্ধোধন

অনলাইন এডিটর
August 22, 2020 5:31 pm
Link Copied!

ছবি; ইঁদুর নিধন অভিযান ও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের শুভ উদ্বোধন।

 

শামীম চৌধুরী, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ ও ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান।

শনিবার (২২ আগস্ট) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছ লাগাই পরিবেশ বাচাঁই’ ও ‘গাছ বাচাঁও কৃষক বাচাঁও’ এই স্লোগানকে সামনে রেখে, বানিয়াচং এর প্রবেশদ্বার বানিয়াচং উপজেলার ১ নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন ও ৬ নং কাগাপাশা ইউনিয়ের নবিগঞ্জ বানিয়াচং এর নবনির্মিত রাস্তার দুই পাশে, রাস্তা ও হাওরের সৌন্দর্যবর্ধনে পাচঁ শত কৃষ্ণচুড়া, জারুল, সোনালু, ও কাঞ্চন গাছের সমন্বয়ে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ ও কৃষকের সোনালী ফসল আমন ধান, রাস্তা ও গাছ রক্ষার্থে ইঁদুর নিধন অভিযানের কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পর্যায়ক্রমে বানিয়াচঙ্গের প্রত্যেকটি প্রবেশপথে এরকম ফুলেল গাছে সমৃদ্ধ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দনিক বানিয়াচং গড়ার লক্ষ্যে এ কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান এবং গাছ রক্ষায় সকলের সহযোগিতা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জাহান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ হবিগঞ্জ মোঃ সজীব আহমেদ, ১নং ইউ/পি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৬নং ইউ/পি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোশাহেদ আলী সাহেদ এবং স্থানীয় জনসাধারণ।