বানিয়াচং উপজেলার দোয়াতপুর গ্রামে ভাঙ্গারির ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোর্শেদ মিয়া (১৮) নামে ১কিশোর নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরো কয়েকজন।
রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের নিকটের নদীর বাঁধের উপর এই ঘটনা ঘটে।
জানা যায়, কাদির মিয়ার দোকানে হাফিজুল মিয়া ৪৫ কেজি তামা চুরি করে বাড়ি চলে আসেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে রবিবার মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেয়া হয়। সকালে মীমাংসা হওয়ার আগেই আবারও দু’পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসময় কাদির মিয়ার পক্ষে সংঘর্ষে অংশ নেন মালেক মিয়া, বিলাল মিয়া, সুহেল মিয়া, জুয়েল মিয়া, রুমান মিয়া, দুলাল, আলাল সহ আরো কয়েকজন হাফিজুল মিয়ার পক্ষে তার নিকটাত্মীয় মোর্শেদ মিয়া সহ আরো বেশ কয়েকজন এগিয়ে আসেন।
ওই সময় রোমান মিয়ার হাতে থাকা ফিকলের আঘাত মোর্শেদের পেটে লাগলে তিনি নিহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তার পিতা ছবুর মিয়া সহ আরও কয়েকজন আহত হন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান ভাঙ্গারি ব্যবসা নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে সকালে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোর্শেদ মিয়া নিহত হন।