বানিয়াচঙ্গে সাংসদ মজিদ খান'র প্রচেষ্টায় ৭'লক্ষ টাকার অনুদানে নির্মান হতে যাচ্ছে শাহী ঈদগাহের গেট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে সাংসদ মজিদ খান’র প্রচেষ্টায় ৭’লক্ষ টাকার অনুদানে নির্মান হতে যাচ্ছে শাহী ঈদগাহের গেট

Link Copied!

হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচং এ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খান এর প্রচেষ্টায় ৭ লক্ষ টাকার অনুদানে নির্মান হতে যাচ্ছে প্রথমরেখ শাহী ঈদগাহের গেট।

 

ছবি: সাংসদ আবদুল মজিদ খান ও শাহী ঈদগাহের গেটের মডেল

 

বানিয়াচং এবং আজমিরীগঞ্জ এর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই সাংসদ সদস্য। একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেও তিনি বানিয়াচং -আজমিরীগঞ্জ এর শিক্ষা খাতে ১০’টি স্কুলের নতুন ভবন তৈরি করার জন্য ১০ কোটি টাকার অনুমোদন এনেছেন। এতে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ এর সর্বস্তরের মানুষ।

সম্প্রতি তিনি বানিয়াচং উপজেলার (প্রথমরেখ) শাহী ঈদগাহ এর গেট নির্মান এর উদ্যোগ নেন। জেলা পরিষদের মাধ্যমে উক্ত গেট নির্মানে ব্যয় হবে ৭ লক্ষ টাকা। বানিয়াচং উপজেলা সদরে প্রথমরেখ শাহী ঈদগাহ এর টেন্ডার আহবান করা হয়েছে। লটারির মাধ্যমে উক্ত কাজ পেয়েছেন নাহিন এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামি কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে ঈদগাহ গেটের নির্মান কাজ। এলাকাবাসী হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খানকে তার এই প্রচেষ্ঠার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।