বানিয়াচঙ্গে শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন এডিটর
August 17, 2020 4:52 pm
Link Copied!

ছবি: শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল।

 

শিশির, বানিয়াচং : বানিয়াচঙ্গে শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।

ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টা দিকে বানিয়াচং উপজেলা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, আপনারা সবাই জানেন এই শোকের মাসে ১৫ই আগস্ট বাঙালী জাতীর প্রান পুরুষ এবং জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পুরু পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তাই আমরা তার এবং তার পরিবারের সবার আত্মর মাগফেরাত কামনা করছি।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী অফিসার আল-নূর-তারেক, বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান,ভাইস প্রিন্সিপাল আতাউর রহমান সহ বিভিন্ন আলেম সমাজের নেতৃবৃন্দ। এসময় সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সবার আত্মার মাগফেরাত কামনা করেন।