বানিয়াচঙ্গে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 16 January 2022

বানিয়াচঙ্গে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Link Copied!

বানিয়াচঙ্গে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল ২‘শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় স্থানীয় রাজবাড়ী চত্বরে কালের কন্ঠ শুভসংঘের আয়োজনে, শুভসংঘ বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি ইফতিখার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউছার আহমেদ শিহাবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।

প্রধান অতিথির বক্তব্যে ইফফাত আরা জামান উর্মি বলেন, শীতার্তদের কথা ভেবে যারা এই ধরনের মহৎ উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে ধব্যবাদ জানাই। এছাড়াও এই সংগঠন যেন পরবর্তীতেও অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ায় এই আশা ব্যক্ত করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালের কন্ঠ হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডঃ শাহ ফখরুজ্জামান, সাবরেজিষ্ট্রার মোস্তফা ইসমত কামাল পাশা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ছাত্রনেতা এডঃ মুর্শেদুজ্জামান লুকু, কালের কন্ঠ বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সাধারন সম্পাদক খলিলুর রহমান, শুভসংঘ হবিগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক আফজল হোসাইন রনি, সাংগঠনিক সম্পাদক আইজেল নিহান শাহনূর শাহ, শেখ রাব্বি, রিয়াজুল, আকরাম সহ উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়