বানিয়াচঙ্গে ‘রেড কিং’ এর দাম ১২ লাখ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ‘রেড কিং’ এর দাম ১২ লাখ

Link Copied!

 

জসিম উদ্দিন, বানিয়াচং : কোরবানির ঈদকে সামনে রেখে অনেকেই লালন-পালন করে থাকেন বিশালাকৃতির গরু। বেশি লাভের আশায় সারাবছর যত্ন করে বড় করে থাকেন কোরবানির ঈদে বিক্রয় করার জন্য। হবিগঞ্জের সবচেয়ে বড় গরুটি অতিযত্নে লালন পালন করেছেন বানিয়াচঙ্গের গোলাম ওয়াহিদ।

দীর্ঘদেহী এই গরুটি দেখেতে গোলাম ওয়াহিদের বাড়িতে প্রতিদিন দেখা যাচ্ছে উৎসুক জনতার ভীর। উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লার বাসিন্দা গোলাম ওয়াহিদ এই গরুটির নাম দিয়েছেন ‘রেড কিং।

 

ছবি: বিশালাকৃতির গরু ‘রেড কিং’

 

বুধবার (২২ জুলাই) বিকেলে সরেজমিনে গোলাম ওয়াহিদের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি গরুটিকে ভূষি খাওয়াচ্ছেন। ওয়াহিদ জানান, সাড়ে ৪ বছর যাবত এই রেড কিংকে তিনি অতিযত্নে পালন করে আসেছেন।

এক প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম ওয়াহিদ বলেন, এলাকায় এই ষাঁড় গরুটির ক্রেতা পাওয়া কঠিন। তাই গরুটি হাটে তুলতে চাই নি। তিনি জানান, গতবছর তুলেছিলেন সিলেটের কাজিরবাজার গরুর হাটে। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় গরুটি বিক্রি করতে পারেন নি তিনি। এখন প্রায় ৩৭ মন ওজনের এই গরুটির দাম চান ১২ লাখ টাকা।

ওয়াহিদ জানান, গত সাড়ে ৪ বছর ধরে বিশালাকৃতির এই ষাঁড় গরুটি লালন পালন করতে এই পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা। দিনে দু’বার গোসল করানোসহ ভূষি, খইল এবং দেশী কাঁচা ঘাস খাইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুটিকে বড় করেছেন তিনি। গত সাড়ে চার বছরে রেড কিংকে বাড়ির বাইরে খুব একটা বের করেন নি তিনি। রেড কিং এর ঘরে রয়েছে বৈদ্যতিক ফ্যান।

গোলাম ওয়াহিদ জানান, রেড কিং এর উচ্চতা ৬ ফুট, ৯ ফুটের বেশি এবং বুকের মাপ সাড়ে ৮ ফুট। তার দাবী গরুটির ওজন ১৪৮০ কেজি। এবার করোনাভাইরাসের কারনে রেড কিংকে তিনি হাটে তুলতে চান না। তাই বাড়িতে রেখেই বিক্রি করতে চান।

স্থানীয় ব্যাংকার জাবির বিশ্বাস জানান, গরুটিকে মোটাতাজাকরণ ইনজেকশন ছাড়া সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে লালন পালন করে আসছেন গোলাম ওয়াহিদ। আমাদের ধারনা হবিগঞ্জ অঞ্চলে এটিই সবচেয়ে বড় গরু। আশা করি ওয়াহিদ ভাই গরুটির ন্যায্য মূল্য পাবেন।

সদ্য বদলী হওয়া বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, আমাদের হাত ধরে গরুটির জন্ম। এই গরুটির জন্মের পর থেকে আমরা দেখাশোনা করে আসছি। যোগাযোগ করার সাথে সাথে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে, গরুটির প্রায় ৩০ মণ মাংস হবে।’ তিনি আরও বলেন, ‘গরুটি মোটাতাজাকরণে কোনও ধরনের ইনজেকশন বা ভেজাল কিছু খাওয়ানো হয়নি। শুধুমাত্র দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। আশা করি এর মাংস স্বাস্থ্যসম্মত হবে।