বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচঙ্গে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে সংক্রমণের ঝুকি। এই জায়গাটি বানিয়াচং উপজেলার বড়বাজারে অবস্থিত। কিন্তু এই জায়গায় মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। যদিও অপরিচ্ছন্ন জায়গা দিয়ে চলাচল করলে মানব দেহে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে থাকে। তাছাড়াও বর্তমান সময়ে প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে থমকে গেছে গোটা পৃথিবী। কিন্তু এর থেকে বাচতে গেলে আমাদের পরিস্কার পরিচ্ছন্নসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তাছাড়াও সচেতনতা অবলম্বন করে আমাদেরকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাচতে হবে। কিন্তু তা মোটেও মানা হচ্ছে না সেখানে। যদিও আমাদের বানিয়াচঙ্গেও করোনা ভাইরাস এর সংক্রমণ রয়েছে। তার মধ্যে ও স্থনীয় এই বড়বাজার এর এই জায়গায় ফেলা হচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা। এবিষয়ে স্থনীয় একজন মুরুব্বি এর সাথে কথা বললে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান এখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় আমরা চলাফেরাও করতে পারছি না।এই দুঃসময়েও পরিবেশ রয়েছে হুমকিতে। এটি প্রতিরোধ সম্পর্কে কথা হয় বাজার কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়ার সাথে, তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন আসলে এখানে যে ময়লা আবর্জনা ফেলা হয় আমি দেখেছি। কিন্তু এটি প্রতিরোধে আমরা কিছু করতে পারব না। কারন এটি ব্যক্তি মালিকানা জায়গা। তারা তাদের জায়গা এগুলা ফেলছে। তাতে আমাদের বাজার কমিটির কিছু করার নেই।
এলাকার সকল সচেতন মহল অতিদ্রুত এই জায়গাটি পরিস্কারসহ এখানে আর ময়লা আবর্জনা না ফেলার জন্য সবার কাছে আকুল আবেদন জানান।