
ছবি: অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৬’শে আগস্ট) বানিয়াচং উপজেলার বড়-বাজারে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযান পরিচালনাকালে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পন্য রাখার দায়ে হাজী আব্দুর রশীদ ফার্মেসকেে ৩ হাজার, উজ্জ্বল ফার্মেসকে ২ হাজার, মারহাবা ষ্টোরকে ৩ হাজার, মোর্শেদ ষ্টোরকে ৩ হাজার সহ সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বানিয়াচং থানার এস আই গৌতমসহ একদল পুলিশ তাদের সহযোগীতা করেন।