শেখ সজীব হাসান, বানিয়াচং : জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আজ শুভ উদ্বোধন করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই বানিয়াচং উপজেলা পরিষদ ও সিলেট বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উদ্বোধনকালে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী বলেন, আমাদের পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে গাছ। তাছাড়া বেচেঁ থাকার জন্য আমাদের যে অক্সিজেন প্রয়োজন হয় তার সবটুকু ই আমরা গাছ থেকে পেয়ে থাকি। সেজন্য আমাদের সবার উচিত বেশি করে গাছ লাগানো। তাছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর এমন পরিবেশ বান্ধব কর্মসূচি’কে বানিয়াচং উপজেলার পক্ষ থেকে স্বাগত জানান।
উক্ত সময়ে আরও উপস্থতিত ছিলেন,বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং আওয়ামালীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, আওয়ামালীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগ নেতা সাহিবুর সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।